এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 মার্চ 2015 03:25

আর জ্বালেনা আলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
 
ভোরের হাওয়া আর লাগেনা ভালো 
মন-রবিটা আর জ্বালেনা আলো 
সারাটা দিন আঁধার ঘেরা থাকে
রাত্রিকে সে আপন করে রাখে।
 
ভর দুপুরে কড়া রোদের তাপে
হৃদয় যেন ভয় পেয়ে ফের কাঁপে
আবার যখন রোদ চলে যায় দূরে 
হৃদয় কাঁদে বিষের বাঁশির সুরে। 
 
স্নিগ্ধ নিয়ে আসে বিকেল বেলা
মনটি করে আঁধার নিয়ে খেলা
নিকষ কালো জড়িয়ে রাখে সাথে
তোমায় ভাবে একলা গভীর রাতে। 
 
কেন জান! নেই তুমি তাই বলে
মনটা আমার আঁধার নিয়ে চলে
অন্ধকারে যায় তোমাকে খুঁজে 
আলোর মাঝে থাকে দুচোখ বুজে। 
 
অমাবস্যা ভালোবাসে যেন! 
বলতে পারো মনটা এমন কেন?
কেন সে আজ আঁধার ভালবাসে 
অন্ধকারে থাকে যে কার আশে?
6114 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য