এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 মার্চ 2015 13:49

বাংলাভাষা মোদের মান।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বাংলাভাষা মোদের মান।
শত শত্রু মোরা করি না ভয়,
যন্ত্রের যান্ত্রিক শব্দে মোরা ভীতু হইনা...
বুকের তাজা রক্ত দিব,
তবুও মান দেব না।

বাংলার মাঠি মোরা করেছি জয়,
পাইনি শত্রুপক্ষের বজ্রগুলির ভয়।
লড়েছি মোরা দেশের তরে,
বাংলা ভাষা মোদের প্রাণ।
বাংলা মোদের মান।
পিছু মোরা হব না।

এই বাংলারি সন্তানেরা,
মাকে সালাম করে..
শিখেছে যুদ্ধ করা।
ফিরিয়ে আনিতে বাংলা আমার ভাষা।
শ্লোগানে সবার মুখে,
পরাধীন মোরা থাকবো না।

আজ মোরা শিক্ষা নিব,
হাতে হাত রেখে শপথ নেব.
পিছু মোরা হবনা।

বাংলা ভাষায় কথা বলিব,
পর ভাষা ছেড়ে দেব..
আপন ভাষায় গৌরব করিব।
পরাধীনতায় থাকবো না।
প্রতি মুহুর্তে মোরা-
বাংলাভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা রাখিব।            
            
747 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 27 জানুয়ারী 2016 10:48
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য