এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 19:07

মায়ের কোল, .......শিশুর প্রথম স্কুল।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                

......মায়ের কোল,
.......শিশুর প্রথম স্কুল।

জন্ম নিয়ে মাতৃ কোলে,
দোলনায় শিশু দোলে.
মাতৃ ভাষা যায় না ভুলে.
ভিন্ন দেশে_বহু ভাষায়,
যদিও অর্ধ জীবন হয়।

শেখাতে মা_পবিত্র কুরআন পড়া,
কোন কিছুর বিনিময় ছাড়া.
আমায় ডেকে রোজ সকালে.
সেই স্বৃতি ভুলার'তো মা নয়।

ছাত্র জীবন শেষ করি,
অল্প বয়সে প্রবাস-এসে জীবন গড়ি.
সকাল বেলায় কুরআন পড়ি,
মা'গো আপনার জন্য দোয়া করি.
রবের কাছে প্রতি প্রার্থণায়।

কত চেষ্টা করি_শিখতে নিজে,
অন্য জনের মাতৃভাষা.
বেদুঈন সেঁজে।
মাতৃভাষা বাংলা আমার,
মনটা যে ভুলায়।

মা পেলাম,বাবা পেলাম.
পেলাম স্বাধীন দেশ.
সৃষ্টি কর্তার যত নিয়ামত,
যার নাই কোন শেষ।

অফুরন্ত শুকর আল্লাহ,
তোমারী দরবার.
লাখৌ কোঠি,দরুদ ও সালাম জানাই.
তোমার নবী(দঃ)'র রওজায়।

জামশেদ(বদরী)
ওমান থেকে.

1085 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা