এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 মার্চ 2015 23:06

উন্মোচন

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
এইতো এখন আজানের আহ্ববান শেষে 
চেয়ে দেখি আমিসহ বন্ধুরা যে যার পথে
ছুটছে এদিক সেদিক।

আমার এ চোখ মুখ চুল-দাড়ি অবয়ব
বাহ্যিক পোশাকী বাহার, নিরব
ঐ নিঃষ্প্রাণ ছবির মত বন্ধুদের চোখে
কংক্রিট পাথরে, পথে
প্রসংসার শ্বাস প্রশ্বাসে ওঠানামা করে।

দেয়ালে ধুলোর মত জমে থাকে
অনেক ইচ্ছা-অনিচ্ছার বাসী ফুলগুলো
মন্তব্যের ঢের ঢের শব্দাবলী মরা-ঘাস-রেণু----
সময় গড়িয়ে যায় কি বা আসে যায়, পড়ে থাকে পথ----
ভেতরে সেজদার ঘ্রাণে টের-পাওয়া-সুখ
রাজ পথে মরকের ভিরে পরিহাস হয়ে
ফাঁসির দড়ির মত লটকে আছে
চোখে মুখে সর্বাঙ্গ জুড়ে।

আমি কি ভেতরে ভেতরে
কেবলই মরা নদী, চৈতের ছেঁড়া
চৌ-চিড় মাঠের ঘুড়ি
পথ ভোলা তৃষার্ত কাক?

এত যে কোলাহল, হলাহল কুঁড়ি ও মুকুলে
বিষাক্ত ভাইরাসের সর্বভুক আগ্রাসন থাবা,
অস্পষ্ট লিপি-মন্ত্রে অর্থহীন বাসরের সাজের চমক---
তবুও কি আমি প্রশস্য ছবিতে
রঙ্গিন এ চশমার ভাবের লেবেল এটে
রব শান্ত নিরব, জাগবোনা কভু!

#বরিশাল, ২৩০৩১৫
864 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 09 নভেম্বর 2020 10:08
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য