মঙ্গলবার, 21 জুন 2022 03:54

উজান নদীর মাঝি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                উজান নদীর মাঝি

উজান নদীর ও মাঝি ভাই 
  ভাটির দিকে চাও, 
ভাটির দেশের অবোধ মানুষ 
  সঙ্গে লইয়া যাও।
ও মাঝি ভাই, সামনে উজান গাঁও।। 

বৈঠা বিহীন নৌকা তোমার 
  চলছে গায়ের জোরে, 
পাগল হইলাম তোমার তরে 
  আমার মাথা ঘোরে। 
বিবেক বুদ্ধি দিয়া মাঝি 
  চালাও তোমার নাও।

মাঝ নদীতে উঠলে তুফান 
  সবাই যাবে ছেড়ে, 
তোমার কথা ভুইলা গিয়া 
  বলবে তোমায় কে রে? 
চেনাজানা মনের মানুষ 
  তাদের পানে চাও।।

মজা লইয়া হারামি সব 
  তোমায় দেবে ফাঁকি, 
তখন কিছু বললে পরে 
  জ্বলবে পোড়া আঁখি। 
দুখি মানুষ আছে যারা 
  তাদের দিকে চাও।।            
            
463 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 06 জুলাই 2022 12:22
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « জীবন কি? ইসলাম ধর্ম »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক excusenna রবিবার, 07 জুলাই 2024 10:30 লিখেছেন excusenna

    Fluvastatin Fluvastatin The metabolism of Fluvastatin can be decreased when combined with Tamoxifen cialis tablets for sale The realm of Sword Intent Jian Shishi is eyes narrowed, he could can you take adderall and blood pressure medicine not believe his own eyes

  • মন্তব্যের লিঙ্ক iUUEDdED রবিবার, 09 জুলাই 2023 18:00 লিখেছেন iUUEDdED

    Record YES if paroxysmal nocturnal dyspnea noted from the patient s history discount cialis

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.