এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 19:09

গদির দর্শন।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                

.........গদির দর্শন।
.........গদির নির্দেশন।

ওহে দেশের মস্ত বড় রাজা,
রাজ্যের বিরাট মাথা,
দিচ্ছে সাজা.
দেখার দর্শক বিশ্বগণ।

মানি না_মানব না,
এ কথা চলবে না.
কর গদির অনুসরণ।

করলে করুক মাথা ব্যথা,
শুনে তোমার কথা.
নিজের চলা নিজে চল,
জনগণ তোমার বল.
জন সাধারণ।

যাবে আসবে কত_নেতা নেত্রী,
হবে যত মন্ত্রী.
করে তোমায় সবাই,
সম্মান প্রদর্শন।

লোকের কথায় কি আসা যায়!
মেনে চলে প্রশাসন,
গদির নিদের্শন।

গদি তুমি শক্ত থাকলে,
তোমার উপর বসতে লোকে চাই,
মানে সবাই তোমায়.
শক্তি চলে গেলে,
তোমায় পুড়ায় সবাই।
গদি এটাইতো মানবের আচরণ।

গদির প্রতি সম্মান জানাই সবাই,
জাতির প্রতি নয়।

এমন হয় কেন?

জামশেদ(বদরী).

1064 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা