এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 মার্চ 2015 03:42

উদাস কবি

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                
 
পথের পথিক হাটছে একা পথের মাঝে
বুকের ভেতর দুঃখ-শোকের বীনা বাজে
চোখ ভরেছে হঠাৎ স্বরণ করে কাকে!
কে গেছে আজ শূন্য করে হৃদয়টাকে 
কেন পথিক আজো আবার দুচোখ বুজে
কল্পনাতে কোন প্রেয়সী যায় যে খুঁজে।
 
ভোরের হাওয়া আজো কাঁদে কাকে স্মরে
শুকনো পাতা কেমন যেন বিলাপ করে 
একলা পথিক পথ মাড়িয়ে যায় যে চলে 
মিছেমিছি কার সাথে ফের কথা বলে
কে সে মানব পথিক বুকে আচড় দিয়ে
মেতে থাকে অচেনা এক প্রীতি নিয়ে। 
 
জানেনা সে, পথিক তাকে ভালবাসে
কাঁদে পথিক তার দুখে,ফের সুখে হাসে
জানতো যদি পথিক মনের সকল কথা
সব ছেড়ে মেয়ে হতো যেন স্বর্ণলতা
আপন বাহুর কারাগারে বন্দী করে 
রাখতো তাকে ভালবাসার সন্ধি করে। 
 
জানেনা সে,তাইতো পথিক একলা চলে
কার সাথে ফের মিছেমিছি কথা বলে 
রাতের বেলা আকাশ পানে চেয়ে থাকে 
কেমন যেন পাগল হয়ে কাউকে ডাকে!
তার ডাকে কেউ দেয়না সাড়া মিথ্যে সবি
তাইতো পথিক হয়ে গেছে উদাস কবি।
690 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য