এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 28 মার্চ 2015 19:26

সে সর্ব নাশি,তবুও-তারে ভালবাসি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কষ্ট দিলেও মিষ্টি লাগে-এরই নাম ভালবাসা,
এতেই বেঁচে থাকি-বুকে বাঁধি বাসা.
প্রেম পাব-এইতো মনের আশা।

ওঠেছি আমি,
একি নৌকায়.
অর্ধ জীবন চালিয়েও পাই ভুমি।
কবে জানি আমায় ডুবাই মারে।

মানুষ জীবনে ভুল করে,
অন্যের মনে আঘাঁত দেয়.
যতন বন্ধু দুরে রাখে মোরে।
তাকে মন খুঁজে বেড়ায়,
আমার আর কি হবে?
দুনিয়া খুজে!
যে জীবনে থাকবে না তুমি আমার পাশে।

আমার সুখের স্বপ্ন,
হলো না পূর্ণ.
করিলো সে-সবই শুন্য।
কেন এমন কর,
কেন দুরে থাকো.
কেন বুকে কষ্ট দাও।
ভালবেসে নিবিয়ে দাও,
মনের সব যন্ত্রণা।

যতন করিয়া ভরিলো সাঁজে,
পুষ্প আসিল কাননে.
জনে জনে সুবাশিত হইলো সে ফুলে।
আমি আজি মরি লাজে।
সে সর্ব নাশি,
করিল মোরে নাশ।

14213 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

11 মন্তব্য