এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 31 মার্চ 2015 20:12

আমি নব বীর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                অনুনয় করি বিনয় সুরে
তুই বা তোরা দু কয়েক মিলে
প্রবিত্র মাতৃভূমিটাকে আর ধ্বংস করিসনা।
রাজ-নীতি মানে রাজার নীতি 
সে নীতিকে জাতির সম্মুখে
আর কলংকিত করিসনা।
কে তুই তোরা শোষণ করিস
ঐ অসহায় নিরুপায় নিদ্রাহীন দুখীনিকে
তোর কি একটুও বুকের পাঁজর কাঁপেনা
তার অশ্রুতে কি নম্র শ্রদ্ধার নাই বা করে
ফায়দা লুটাস তার অসহায়ত্বে
কে তুই পাষণ্ড দানব।
ধিক্কারে তোর লজ্জার সম্মান কমবে না
জানি যদি পারতাম চৌরাস্তার মাঝ খানে
সাজাতাম তুই তোরা দানবের সেই কংঙ্কালগুলি।
এই নতজানু কাপুরুষ,
সাহস থাকলে সামনে আয়
আমি নব্য তারুণ্য, আমি বিদ্রোহী
দেশ মাতৃকার বলয় নিয়ে লড়ব
তোরা দুকয়েক দানবের সাথে
সাহস থাকলে সামনে আয়
ন্যায়ের তরী ভরি ভরি লয়ে বসে আছি
তোদের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে।
এই নতজানু কাপুরুষ
আবারো বলছি
সাহস থাকলে সামনে আয়
মাতৃভূমির জন্যে মায়ের আঁচল বেঁধেছি শিরায়
আয় কে তোরা লড়বি সতত মহত্বের সাথে
মূল্যবোধের বাজারে তোরা যাস না বলে
ভয়ংকর পরিণতি দেখতে আয়,
আমি আমরা পিচু হটব না
তোরা দু কয়েক দানবকে
হয় করব মানব
না হয় হবে করব শিরচ্ছেদ।
কিসের অভাবে একলা জীবন যৌবন কাটে প্রবাসে
কি নেই মাতৃভূমি বসুন্ধরায়,
নদী ভরা জল, পুকুর ভরা মাছ,
মাঠ ভরা ফসল, ফুল ফলে ভরা গাছ
কিন্তু তোরা দু কয়েক দানব
রক্ত শোষা সিংহের ন্যায়
শোষণ করে বিরান ভূমি করে
রেখেছিস সুন্দর এই সুফলাকে।
নিরব জাতি আজ তোদের হতে মুক্তি চায়
একটু শান্তি চায়,
দুচোখ ভরে ঘুমোতে চায়
তারা রাজ-নীতির মানে বোঝে না
বোঝে না এত দ্বন্দের পরিহাস।
তারা শুধু জানে,
কবে সত্যরা আসবে
মহত্ব হয়ে দেশটাকে ধরবে
করবে আলোকিত নতুন আবেশ।
তাই আমি আমরা নব বীর
অন্যায়ের কাছে আর মাথা নত নয়
ন্যায়ের মহানুভবতা দিয়ে করব জয়
জাতির কল্যাণময়।

6464 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 18:00
শেয়ার করুন
ওবাইদুল হক

আমি লিখতে চাই সবার সাথ থাকতে চাই। আমি ভালোবাসি আমার বাংলাদেশ, ভাষা ও মাকে। আমি নিজকেই নিজে এখনও চিনতে পারিনি।

ওবাইদুল হক এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য