এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 01 এপ্রিল 2015 20:03

শূন্য হৃদয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                
 
ভোরের আকাশ কালো মেঘে ঢেকে আছে
মনটা আমার চলে গেছে তোমার কাছে
পুরোন অতীত আনছে টেনে দুঃখ দিতে
চাইনা তবুও মনটাকে আর ফেরত নিতে
থাকনা আজি তোমার কাছে একটুখানি
যদিও দুখের সিন্ধু মাঝে পড়বে জানি। 
 
একলা যখন বসে থাকি, কল্পনাতে
আসো তুমি আমার কাছে গভীর রাতে
হালকা চুমোয় মুগ্ধ করো, দুচোখ বুজি
চোখ খুলতেই নেই তুমি ফের তোমায় খুঁজি
কোথায় গেলে এই আমাকে রিক্ত করে
শূন্য হৃদয় গুমরে কাঁদে তোমায় স্বরে। 
 
আজো আমি কল্পনাতে তোমায় দেখি
পাগল হয়ে প্রলাপ যত কাব্য লেখি
না বুঝেও লিখতে থাকি তোমায় স্বরে
আমার গড়া অবুঝ কাব্য কেঁদে মরে
তারই মাঝে খুঁজি আমি তোমার ছবি
তোমার নামে কাব্য লিখেই আমি কবি। 
851 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য