এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 04 এপ্রিল 2015 11:24

বধুর সেজে রমণী।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নব রমণী বধুর ভেসে,
সেজে গুজে আজ রয়েছে বসে.
তরুণ বরের সাজে,
বীরের ন্যায় এল কন্যার বাড়ী।

মৃদু ভয় হৃদয় লয়,
রমণীর মনোপ্রাণ শিহরণ.
নোনাজল ঝল মল জোনাকির রঙ্গে।
প্রবাহিত অনবরত আঁখি দ্বয়,
জলে ভিজিল বধুর লাল শাড়ী।

পিতৃ মাতৃত্বের বন্ধন,
বিসর্জন সব মায়া মমতা আজ.
ছাড়িবে যত আপন স্বজন,
লুকায়িত কত লাজ.
দেবে সে ভিন্ন জীবনে পাড়ি।

মনে পড়ে তার কত স্মৃতি,
ছোট বেলার লুকোচুরি খেলা.
পাঠশালার নানান সঙ্গী সাথী,
নিত তুলে পুকুর পাড়ের শ্যাওলা।
আনতো ঘরে বাঁধতো মালা,নয় তাতে ত্রুুটি।

পর তার করিতে হবে আপন,
সুনাম যেন হয়.
স্মরণ করিবে সবে হলেও বধুর মরণ।
ইজ্জত কবুও তাঁর নাহি যেন হয় ক্ষয়,
দেখিবে মেয়ের ন্যায় আশ্রয় দিবে শাশুড়ী।
809 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 04 এপ্রিল 2015 16:49
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য