এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 05 এপ্রিল 2015 18:37

হৃদয়ের চন্দ্রগ্রহণ।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                পাখি যা উড়ে যা,
যারে তুই বার্তা লয়ে যা।
চন্দ্রগ্রহণ হবে এর পূর্বে যা,
পৌঁছে বলবি তারে মোর মনের ব্যথা।

চন্দ্র সেতো একটি গ্রহ,
ক্ষণস্হায়ী আলো নিবে.
পূণরায় আলো ছড়ায়,প্রমাণ অহরহ।
সে গেলে কি আর আসবে?
আসলে কি আর রাখার কথা!!!!

চন্দ্রের আলো মাখা,
মুখটি যে তার.
তারে ভালবাসি আমি মনের সখা।
রূপ দেখে মুগ্ধ আমি যার,
তড়িত গতিতে উড়ে যা সেথা।

বন্ধুর সনে গড়েছি যে বন্ধন,
সেতো পুড়াবে না জীবনে.
হয় কো যদি মোর মরণ।
তেমনি করেছি তারে যতন,
তার ছবি হৃদয়ে মোর আঁখা।

শুন আরো বলিস তারে,
ভালবাসা যোগ্য অযোগ্য বুঝে না।
প্রেম মানবকে পূণ্য করে,
শুণ্য মনে,না দেয় যেন যন্ত্রণা।

তারে বলবি আরো তার প্রেমেরই প্রদ্বীপ লয়ে পথ চলি,
জীবনে মরণে কবু তারে থাকতে নাহি পারি ভুলি।
শুনিস বন্ধু আমার কি বলে!!!!
854 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 05 এপ্রিল 2015 18:59
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য