এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 06 এপ্রিল 2015 13:21

কোন পথে চলেছ?

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

আমি মুসলিম,
আমি বীর.
হিন্দুর বিন্দু মাত্র নিন্দা করি না।

এসো শান্তির পথে এসো।
এসো মুক্তির পথে এসো।
প্রকৃত রবকে চিন,
চিন মোর নবীকে চিন।
বিশ্বাসের মোড় ফির,
পীর ধর ঈমান ল।
লাল রক্ত মাখা শীর,
তীর মারিবে কে?
কে সে করিল তোমায় সৃজন?
রজনীতে পূর্ণিমার আলো দিল যিনি,
তিনি জগৎ সৃষ্টির মালিক.
লিখ এক বাক্যে আল্লাহ আকবর।
বরের ভেসে,মুক্ত বিশ্বে,
শীর্ষ স্হানে উপনিত.
নিবে তোমার লাগি ফুল।
ভুল করবে,না আনিলে ঈমান যখন তুমি মরবে।
বিষয়ে জিঙ্গাসিত করবে শেষ দিবসে,
দিতে না পারিলে সঠিক জবাব.
জিহ্বা বাহির হইব,তখন তুমি বুঝবে।
বেইমানের যত শাস্তি,
আস্তে মারার নাই পদ্ধতি।
নীতি সেথায় কঠিন।
নবী বিনে,
সেই দিন কে লয়িবে কার খবর!!!
বরের সাঁজি দুনিয়াতে গেলে শাশুর বাড়ী,
দৌড়ি দৌড়ি আসলো যত জন।
এখন সজন সবাই পর,
নর্গে গেলে আগুনে জ্বলিবে.
সর্গে গেলে শান্তি পাবে।

এই বার বল-
নর্গে যাবে না-সর্গে যাবে?

740 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

6 মন্তব্য