এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 07 এপ্রিল 2015 15:11

মানবশৃঙ্খল।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                মোরা মানব,
মোরা স্রেষ্ট সৃষ্টিতে.
আমরা উন্নত জাতি।
শৃঙ্খল মোরা গড়তে জানি,
নিয়তির বিদান মোরা মেনে চলি।
লিখনি সবই মোরা পড়তে জানি,
নিশান হাতে ধরতে পারি।
পারি মোরা মানবশৃঙ্খল গড়তে ।
লড়তে পারি অন্যায়ের বিরুদ্ধে,
শব্দ মোদের বাঘের গর্জন.
অর্জন মোদের স্বাধীনতা।
সৎ নেতার পথ করি অনুস্মরণ।
অণুমান করতে পারি অন্যের হৃদয় যেমন,
কেমন করে বাঁচাতে হয়,
শিক্ষায় মোরা তাহাই লই.
পাইনা মোরা মৃত্যুর ভয়।
অপরের সাহায্যে মোরা এগিয় যাই,
যায় জাক প্রাণ।
মানব হৃদয়ে মরণের পরেও স্হান হয়,
ক্ষয় নাহি কবু মোদের মান।
উর্ধে মোদের শীর।
703 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য