এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 07 এপ্রিল 2015 16:06

বৃষ্টির. দিন

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
ভর দুপুরে হঠিয়ে আলো
প্রকৃতিতে নামল অাঁধার,
আকাশের আজ মন ভালো নেই
মনের দঃখে কাঁদবে এাবার।
দেখ ওই মেঘ জমেছে
 হঠাৎ কেমন ঈশান কোণায়,
সমুদ্রটাও উঠছে ফেঁপে
যৌবনেরি মাতাল হাওয়ায়।
বেহিসেবি মেঘেরা সব
কখন কি যে কাণ্ড ঘঠায়
কথা নেই বার্তা নেই
ঝরে কবেল অঝোর ধারায়।
বৃষ্টি এলেই ধনিরা সব
মাচায় উঠে পা  দোলায়,
মনের সুখে গান ধরে আর
ভোজন সারে খিঁচুড়ি ভোনায়।
গরিব কি অার ধনীর মতন
বৃষ্টি এলেই পা দোলায়,
ওদের  মন ডোবে তখন
হরেক রকম দুঃখের ছায়ায়,
সারাটাদিন কাটে ওদের
বুকে নিয়ে ক্ষুধার জ্বালায়।
বাড়িটাও ছেঁড়া পাল
ঢাকতে হয় কলার পাতায়।
নিঃসংঙ্গ মন পাগল পারা
দুঃখের শত নীলবেদনায়
পল্লি বধূর কাটছে দিন
শুই ফুঁড়ে নকশিকাঁথায়।
1129 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

7 মন্তব্য