এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 10 এপ্রিল 2015 08:24

শূন্য গমন

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                
ক্লান্ত মন ভাবে আনমনে
আজ বুঝি বেলা শেষ
তরী ভিড়াতে হবে অচিন পুরের ঘাঠে
সেটাই হবে বুঝি বেশ।
সবি কিছু মন চিনে গেছে আজ
নাই কিছু আর বাকি,
বেহিসাবি মন বুঝিনি এখন
কতকিছু তার দেখিনি আঁখি।
সম্বিত ফিরে  বসে ভাবে মন, 
কেন?
আমি যচ্ছি না ফিরে শূন্যেতে আবার,
মহাবিশ্ব তন্ন তন্ন করে ছাড়ব
বাকি রাখিব না কিছু আর।
আহা! অবুঝ মন জানো না 
শূন্য থেকে শুরু ঠিকই
অধরা শূন্য আসেনা ফের,
যতোই তুমি খুঁজিবা তারে
বিক্ষুব্ধ স্মৃতি বাঁধা দেবে ঢের।
 
 
645 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

6 মন্তব্য