এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 10 এপ্রিল 2015 12:54

নিঃশ্বাসের ক্ষণ।

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                মাতৃত্বের বাঁধন,
আপন ঘর ছাড়িয়ে আজ.
উৎসর্গে শত শত লাজ।
উত্তপ্ত রৌদ্রের তাপে,
মরুর মেঠো পথ হারিয়ে.
অচেন গন্তব্যের পথিক।
অজস্র অশ্রু নয়নে ভাসে,
মৃদু ঝাকুনির শব্দ হৃদয় বাজে।
মেলে আঁখিদ্বয় দেখিতে অক্ষম,
গগনেরই আলোক রশ্মি।
কবু কি সক্ষম হব না!পেতে এক দূরবীণ?
কবে যে পুরাই মোর আশার হতাশা।
ঝিমে ঝিমে নিজ মনে,
শত কথা লুকায়িত কয়.
সে কথা কে বা কাহা শুনে!!!
তাহা যে এক অভিন্ন স্বপ্ন।
অগণিত পথিকে চলিতে দেখি,
মেঘ না হয়ে ঝর্ণাদ্বারা পায় বৃষ্টি.
অনন্ত কালে হয় সুখি।
প্রতি নিঃশ্বাসে ক্ষণ গুণি,
যেতে এক ভিন্ন জগৎ-এ।
704 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 10 এপ্রিল 2015 15:43
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

7 মন্তব্য