এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 12 এপ্রিল 2015 13:34

অাপনার গুণে গুণি

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                
মায়ের কাছেতে বাজান সে যে
বাবার কাছেতে জ্যোতি,
চলনে বলনে আচার ব্যাবহারে
সেকি তাহার খ্যাতি।
সকল গূণের অধিকারি সে
গুরুভক্তি অসাধারন,
সে যেন এক গুণপুত্র
ভদ্রতার এক দৃষ্টান্ত উদাহরণ।
বিয়ের পিঁড়িতে বসেছে তাই
ঘুরে গেল জীবনের বাক,
বউ যে তাহার নয় গুণবতী
সে যেন লাখে মেলে এক।
বউয়ের যতনায় জলছে জীবন
নাহি কিছু বাকি আর,
মাতা পিতা এখন পথের কাঁটা
হয়েছে তার পর।
সকল গুণেতে দিয়েছে বালি
ভদ্রতার বিন্দু মাত্র নাই লেশ,
কপালের তাহার বেজেছে বারটা
সবি কিছু হয়ে গেল শেষ।
কে জানি সেদিন বলেছিল
বরের গুণেতে হয় বউ
রেখ ভাই মনে গেঁথে,
আমি বলি শোন ভাই
রেখ তোমার মাথে
'আপনার গুণে গুণি সবি
অন্যের গুণে নহে '
সকল জ্ঞানিগুণি জন
এ কথা কহে।
607 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য