এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 14 এপ্রিল 2015 12:28

এলো যে বৈশাখ।

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                যুগান্তরের ঘুর্ণি পাকে,
ফিরে ফিরে এলো যে বৈশাখ।
আজি গাঁয়ের রূপ দেখে,
মন হলো অবাক।

লাল গোলাপী শাড়ি পড়ে,
মাথায় খোঁপা বেঁধে।
সেঁজে কোন রমণী পুকুর পাড়ে,
হেলে দুলে চলে ঊষার রৌদে।
তার ঐ রূপ দেখতে ঢালে পাখি,
বসল ঝাঁকে ঝাঁক।

স্কুল ছুটির ঘন্টা বাজে,
কচিকাচা দুষ্ট ছেলে।
নানান রঙ্গে অঙ্গ সাঁজে,
ফসলের কণায় জমা জলে.
মাছ ধরতে ফেলে বইয়ের ব্যাগ।

চতুর্পাশের একেই ঘ্রাণে,
মুগ্ধ মন-প্রাণ.
কৃষকের মুখে হাঁসি দেখে সোনার ধান।
ঝিলের বক্ষে তরঙ্গ চলে,
সঙ্গি সাথি সবে মিলে.
প্রাকৃতিক সৌন্দর্য করি উপভোগ-
একি অপরূপ, একি অপরূপ। 


949 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 14 এপ্রিল 2015 15:36
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য