এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 15 এপ্রিল 2015 15:58

বিষণ্ণতার প্রলেপ

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                দিনের আলো ক্রমশ নিভে
চারদিক গাঢ় অন্ধকারে ছেয়ে যাচ্ছে।
চোখ জুড়ে বিভিষিকার কালো ছাপ।
চেহারার অবয়ব শংকিত, কুণ্ঠিত।
ধূসর পৃথিবী চুপি চুপি তলিয়ে
যাচ্ছে সুহৃদ জানালার গভীরে।
শ্যামল এই বসুন্ধরার দিকে
তাকালে বোঝা যায় ঢের বয়স হয়েছে।
রাতের অন্ধকারে নক্ষত্রের নিচে
রুপালি জোছনার হলি খেলা;
চাঁদ,তারার মিছে লুকোচুরি।
কলমিলতার ডগায় শিশিরের
ফোঁটা কবেই শুকিয়ে গেছে
এখন আর বোঝা যায় না।
তারপর,কিছু স্বপ্নেরা এখনো
সতেজ মৃত্তিকার বুকে অঙ্কুরের
অপেক্ষায়।
পৃথিবীর ঢের বয়স এখন;
তবুও দেখলে বোঝা যায়
শতবর্ণ রঙের অনিন্দ্য ঝলকে
ধীরে-ধীরে হারিয়ে যাচ্ছে
সেই সুবার্চীন সাদাকালো ।
প্রতিনিয়ত ছেয়ে আসছে আঁধারের
গায়ে বিলকস বিষণ্ণতার প্রলেপ।
1671 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

13 মন্তব্য