এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 11:34

বাঁশি বাজে।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বাঁশি বাজে,
বৈশাখীর সুরে বাঁশি বাজে।
বাংলা গাঁয়ের  রূপে,
সু`র বাজে।

মন আজি নাহি রয় ঘরে,
কে যেন আজ চলে মেটোপথে.
বাঁশির সুরে সুরে।
আমারী মন উড়ে যায়,ঐ সুরেতে।
ভিন্ন রঙ্গে হৃদয় সাঁজে।

কৃষকেরই ধান ক্ষেতে,
খালের পাড়ে ভরা জলে।
শাপলা ফুল ফুটে রঙ্গিন তাতে,
নৌকা বেয়ে হৃদয় খুলে.
কারে যেন সে আজ খুঁজে।

গাঁয়ের প্রতি ঘরে,
শব্দ শুনি।
ঢেকিতে ধান মুড়ে,
নব বধু শুধু প্রহর গুণি.
রয়,যাবে পিতার বাড়ী সেঁজে।

বাংলার গ্রাম বল,সিটি বল।
সবখানে আজ ঢংকা বাজে।
সেই সাথে বাউল,তরুণ মনে.
সুরে বাঁশি বাজে।
808 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

9 মন্তব্য