এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 17 এপ্রিল 2015 14:24

একদিন দেখেছি যারে

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                পুষ্প-কাঁননে শত দলের ভিড়ে 
হেমন্তের হিম বিকেলে
ঘাস ফুলের ভাঁজে-ভাঁজে-----
কনকচাঁপা আর শিউলির নীড়ে।

তিমির রজনীর গোধুলী-আধারে
পৃথিবীর পথে দেখেছি যারে
সাঁজদ্বীপ জ্বেলে হাতে------
জোনাকির মত নক্ষত্রের নিচে।

তারেই যেন দেখেছি আমি নিশীথের ছায়া-
কুহেলিকায় শরতের ভোরে দুরন্ত
কিশোরীর কাঁনন বালার রাগিনী সুরে-----
পুবের আকাশে রক্ত শিখায় ।

আঁকা বাঁকা গিরি পথে-----
দেখেছি তারে দু'চোখ মেলে
অসীম আধারে প্রান্তরে-প্রান্তরে
দেখেছি যেতে বনপথ ধরে ।

তবুও যেন ব্যথিত হৃদয় কেঁদে ওঠে বার-বার-----
আজো কেন দু'চোখ শুধুই তারে
খুঁজে ফিরে কোন্ সুদূরের তরে
একদিন দেখেছিল যারে ।


851 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 17 এপ্রিল 2015 16:00
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

10 মন্তব্য