এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 18 এপ্রিল 2015 20:01

অনুকাব্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                গুমট ধরা গরম শেষে
এক পশলা বৃষ্টি এসে
নিরবতা ভাঙিয়ে গেল।

অদূরে মেহগনির নরম
পাতায় বৃষ্টির কয়েকটি
ফোঁটা নক্ষত্রের মতন
নিঃসৃত হচ্ছে ধরনীর পথে।

খড়কুটা,ঝরা পাতা ভেসে
যাচ্ছে পাঁতিহাসের ঠানায়
ভর করে জলের ঢেউয়ে।
শূণ্য মাঠে ভিজা ঘাসে
খেলা করছে বালকেরা
ঢের বৃষ্টি আজ ধরায়।

বসুধরা মেতেছে বৈশাখী সুরে
ক্লান্ত পথিক ফিরেছে ঘরে
অবসাদের ক্লান্তি গেছে দূরে।

18/04/15            
            
1003 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 19 এপ্রিল 2015 15:41
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

8 মন্তব্য