এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 18 এপ্রিল 2015 22:16

তুমি উপমায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                তুমি প্রভাতের বয়ে যাওয়া স্নিগ্ধ পবন,
তুমি উষারের জ্যোতির ন্যায় আমার উজ্জ্বল স্বপন।

তুমি বিহঙ্গ ডাকা মধুময় সকাল,
তুমি সূর্যাস্তের রুপময় গোধূলি বিকাল।

তুমি অন্তরীক্ষে শ্রাবণ মেঘের আভাস,জ
তুমি মেঘের আড়ালে লুকিয়ে থাকা ভালবাসার পূর্বাভাস।
তুমি পরম স্নিগ্ধতার দখিনা বাতাস,
তুমি সুবিশাল আকাশের মহত্ত্বের সুভাস।

তুমি হৃদয় ছুঁয়ে যাওয়া বসন্তের স্নিগ্ধ বায়ু,
তুমি আমার স্বপ্নে ভাসা সপ্তরঙের রংধনু।
তুমি দূর আকাশে স্বপ্নমাখা চাঁদের হাসি,
তুমি জ্যোৎস্নালোকিত হৃদয়ছোঁয়া পূর্ণিমা নিশি।

তুমি বৃষ্টিভেজা প্রকৃতির ভালবাসার বন্ধন,
তুমি কোকিলের কন্ঠে ভাসা গীতিময়তার স্পন্দন।।            
            
1897 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ সোহেল রানা

মোঃ সোহেল রানা এর সর্বশেষ লেখা

12 মন্তব্য