এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 20 এপ্রিল 2015 13:53

অবহেলার ফল।

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                ময়না টিয়া,
সঙ্গী তারা।
একদা টিয়া বললো ময়নার সনে-
আমি একটু ঘুরে আসি,
তুমি থাকো এখানে।
টিয়ার মনে ভিন্ন স্বপ্ন,
তাহা ময়নার সরল মন কি আর জানে!
টিয়া যে উড়ে গেলো,
আর আসলো না ক্ষণে।
টিয়া তখন সুখে ছিলো,
অট্টালিকা পড়ে।
ময়না বাস-বাঁশ বাগানে,
তৃণলতার বাসা বুনে'
জীবন সে গড়ে।
ময়নার চোখে দেখতে শুধু,
একটি মধুর আশা।
টিয়াকে একবার পেলে,
নয়ন জলে ভাসা।
ময়না কভু টিয়ার মত,
প্রেম কারণে নয়-কো ভাই ঘসা।
টিয়ার মনের হিংসামন্ত্র,
ময়না-তো এক রঙ্গা--
আমি-তো শত রঙ্গে রঞ্জিত।
যুগ পেরিয়ে জীবনদ্বয়,
টিয়া খায় পরের ধান।
ময়না-তা শুনে,
না শুনতে গুছাই কান।            
            
849 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 20 এপ্রিল 2015 14:12
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

6 মন্তব্য