এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 26 এপ্রিল 2015 18:42

গিন্নী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                গিন্নী  আমার ভীষণ জেদি
রাগলে ফোলে গাল
আঁচল দিয়ে কোমর বাঁধে
ইংলিশে দেয় গাল।

দুই কানে দুই ঝুমকা দোলে
হাতে নাচে চুরি
রাগলে তাকে লাগে ভীষণ
বয়স যেনো কুড়ি।

কাঁদলে যেনো বাঁশি বাজে
হাসলে বাজে ঢোল
ভীষণ রেগে তাকায় যখন
চোখ হয়ে যায় ফল।

প্রতিদিনই মিছিল মিটিং
একশ একটা দাবী
বৈশাখীতে মেলায় যাবে
সংগে নিবে ভাবী।

সব কিছুতেই বেশী বেশী
এককে গোনে সাত
করবোটা কি পাই না ভেবে
মাথায় এখন হাত।

বোঝেনা তো একটু আমায়
দেখায় শুধু ভয়
আমার মত গিন্নী যেনো
আর কারো না হয়।            
            
1373 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 17:49
শেয়ার করুন
রুবেল মাহমুদ

ছড়াকার রুবেল মাহমুদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পটকা গ্রামে ১১ মে ১৯৮৯ ইং সালে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তাঁর লেখালেখিতে হাতে খড়ি। তাঁর ইতোপূর্বে প্রকাশিত বইয়ের মধ্যে “অচিন কবির কাব্য কানন”, “স্বপ্নের আকাশে বেদনার মেঘ” প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আরও তিনটি বই।

রুবেল মাহমুদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য