এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 27 এপ্রিল 2015 23:14

এক উদ্ভট নৈঃশব্দ্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                আজ হঠাৎ 
এক নৈঃশব্দ্য এলো,
সাথে এক বাদাল রাক্ষুসে অতীত,
টুপটাপ শব্দ-সৈন্যরা 
হাতুড়ে কোষাঘাতে ব্যতিব্যস্ত!
সে এলো
বাইম মাছের পিচ্ছিল শরীরে
একজোড়া শালিকের দলে!
কনক্রিট দেয়ালের ভাঁজে!
সে এলো 
টনটনে লালচে বিষফোড়া হয়ে!
সে এলো
চুয়াত্তরের নোঙড়খানায়
দুটি রুটি,
এক ডাবু বিলেতি দুধ
আর তিতকুটে বিস্কুটের পিচে!
সে এলো
ঘরের খড়ের চালায় জন্মানো
রেলগাড়ি কেল্লার সাথে
ঘরসংসারের বোবা চিত্রে!
সে এলো,কোনো এক
ঈদের সকালে
জামার ছেঁড়া আস্তিন
সেলাইয়ে ব্যস্ত মায়ের কোলে!
কনকনে শীতকে দশহাত
শাড়িতে মুড়িয়ে সে এলো!
সে এলো
সোয়া সের চালে দুই দুপুর
বিক্রির বেচারাকে দেখতে!
সে এলো 
চুয়াল্লিশ বছরের ছেঁড়া
পাণ্ডুলিপির বুকে 
এক মহামারি ভুমিকম্প হয়ে!            
            
844 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

6 মন্তব্য