এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 30 এপ্রিল 2015 18:38

তোমার জন্য লিখা

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                প্রথম বার-ই তোমার দিকে একটুখানি চেয়ে
বুঝে গেছি প্রিয় তুমি অনেক সুইট মেয়ে
হাসি তোমার হৃদয় কাড়া 
প্রীতির গগন দেয় যে নাড়া 
ভালবাসা ছুটে আসে ভাগ্য দুয়ার বেয়ে
মুগ্ধ আমি তোমার মতো পরীর দেখা পেয়ে। 

তোমায় দেখে হৃদয় আমার হারিয়ে গেছে কোথা' 
হয়তো প্রিয় লাজুক প্রেমের এটাই কোন প্রথা
একটু যখন চাইছো তুমি
কাঁপছে আমার হৃদয়-ভুমি
কল্পলোকে হইছো আবার আমার স্বর্ণলতা
চোরা চোখে তোমায় দেখে ভাবছি এসব-কথা। 

ভাবছি আরো, তুমি বধু আমার বিয়ের কণে
মঞ্চে আমি নই একাকী তুমি আছো সনে
আমি আছি চরম সুখে
তুমি আছো ঘোমটা মুখে
এসব ভেবে কেমন যেন ছিলাম উদাস মনে 
কে যেন ফের ডাকলো আমায় কাব্য রণাঙনে। 

তাইতো আমি কইনি কথা চুপকে ছিলাম একা
হয়তো তুমি ভাবছো আমি পাইনি তোমার দেখা
তোমার দেখা ঠিক পেয়েছি 
মনে মনে গান গেয়েছি
শুনবে তুমি আমার সে গান? কর্ণ পাতো একা
না হয় পড়ো এই কবিতা, তোমার জন্য লেখা।            
            
1127 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য