এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 01 মে 2015 08:02

সকালটা পুনঃমুদ্রিত হোক

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                কবিতার মলাটের মতই
আজকের এই সোনা ঝরা সকালটা
পুনঃমুদ্রিত হোক।

বিভোল রাত কাড়িয়ে 
ঝিঁঝিঁ পোকার আস্তিন ঝেরে যে রোদ 
খসে
খসে
পড়ে নারিকেল পাতার ফাঁকফোঁকর দিয়ে
বাঁশ ঝাড়ের নিসর্গ 
ছুঁয়ে
ছুঁয়ে
পৃথিবীর পথঘাটে রেশমি আলোক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।

শিশিরের ডাগর চোখ চুঁইয়ে একদা
ঝরেছিলো ইলশেগুড়ি স্বপ্ন
ময়ূরপঙ্খী পানসির মতই
হেঁটে
হেঁটে
কিষাণ মজদুরের কাছাকাছি 
পরতে পরতে ধানসিঁড়ি সুখ
সয়ে
সয়ে
থমকে থাকে পথের বালক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
লেখাঃ ৩০/৪/১৫ইং            
            
736 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

9 মন্তব্য