এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 07 মে 2015 21:50

হৃদয় কাঁদে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                রোজ সকালে ঘুম ভাঙতেই আমি একা
ছাদে যেতাম পাবো বলে তোমার দেখা
আসতে তুমি ভোরের স্নিগ্ধ বাতাস খেতে
তোমায় দেখে থাকতাম আমি নন্দে মেতে। 

কখনো বা বাজার থেকে গোলাপ এনে
তোমার মনের গোপন কথা একটু জেনে
কল্পনাতেই তোমার দিকে গোলাপ ধরে
বলতাম আমি 'নাওনা আমায় আপন করে'

একটু হেসে গোলাপ ফুলটি নিতে তুমি
তখন যেন কাঁপতো আমার জগৎ-ভুমি
গোলাপ দিতে লাগতো ছোঁয়া তোমার হাতে 
ভাবনা সকল ভাঙতো যেন সাথে সাথে। 

দুপুর-বিকেল-সন্ধ্যা বেলা ছাদের পরে
থাকতাম আমি তোমায় একটু দেখার তরে
আসতে তুমি হাসতে আবার শ্রেষ্ঠ হাসি
সে হাসিটাই বলতো, 'তোমায় ভালবাসি'

আজ বহুদিন পেরিয়ে গেছে কোথায় তুমি
নেই তুমি তাই শূন্য আমার হৃদয়-ভুমি
অতীত সকল উঠছে মেতে উপহাসে
উদাস হয়ে বসে থাকি তোমার আশে।

কোন সে ঝড়ে কোথায় গেলে নাইবা জানি
শুকিয়ে গেছে আমার প্রিয় গোলাপখানি
কত সকাল কত বিকাল পেরিয়ে গেলো
এই দু'আঁখি তোমার দেখা আর না পেলো। 

রোজ সকালে আজো তোমায় দেখার তরে
শুকনো গোলাপ নিয়ে আসি ছাদের পরে
কোথায় তুমি আর দেখিনা তোমায় ছাদে 
তোমার জন্য তাইতো আমার হৃদয় কাঁদে।            
            
700 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য