এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 11 ফেব্রুয়ারী 2015 22:34

তোমার স্মৃতি

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                

স্মৃতির বুকে খঞ্জর বিঁধে
তুমি চলে যাবে দূরে
রক্তাক্ত স্মৃতি পড়ে রবে
আমার ছিন্নভিন্ন সুরে।

তুমি হয়তোবা চলে যাবে
নতুন কোনো স্মৃতির সন্ধানে
আমার স্মৃতি মাড়িয়ে
নতুন ছন্দে নতুন কোনো গানে।

স্মৃতির পঁচা গন্ধ হয়তো পাবে না
চক্ষু যাবে নতুন স্মৃতির পানে
তবুও আমি গড়ব প্রীতি
তোমার স্মৃতির সনে,
পুজিব স্মৃতি দিবানিশি
মোর অন্তরীক্ষ বনে।

1162 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 12 ফেব্রুয়ারী 2015 15:19
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

8 মন্তব্য