এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 13 মে 2015 09:13

সবুজ স্বপ্ন

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                সেদিন গিয়েছিনু
চায়ের দোকানে এক,
এক কাপ চা এনে দিয়ে
চেয়ে রইল সে ছেলে নির্বাক,
মিনতি ভরা চোখে যেন
এক দুঃখের চাহনি,
মিশে আছে তাতে বিষাদের
সে এক নিষ্ঠুর কাহিনী।
কামের তাড়নায় বাবা ছুটেছে
পতিতালয়
ফিরে আসেনি'কো আর,
মা মজেছে অন্যের ঘরে
স্নেহ ভালোবাসা জোটেনি তাঁর।
সুখের ছবি আঁকার আগেই
দুঃখের অনলে পুড়ে ছারখার,
বিতৃষ্ণা জেগেছে মাতৃস্নেহ
পিতৃগৃহ তাঁর নাহি দরকার।
অজাত ডাকে সবাই চলতি পথে
কেউ রাখে না তাঁর খোঁজ,
অবুঝ মনে তবুও সে ছেলে
সবুজ স্বপ্ন আঁকে রোজ।            
            
768 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

7 মন্তব্য