এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 14 মে 2015 22:02

গোলাপ ফুলেই খুঁজি

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ঘুম ভেঙেছে ভোরে
ঘুম ভেঙেছে এমনিতে নয় কাকে যেন স্মরে
হৃদয় আমার এই সকালে ভাবছে কাকে নিয়ে
ঘুমের মাঝে রোজই আসে কে সে স্বপন প্রিয়ে। 

টেবিল পরে ফুলদানিতে সাতটি গোলাপ রাখা
স্বপ্ন স্মৃতি মাখা
ঘ্রাণ যেন তার বাড়ায় না আর একটুখানি প্রীতি 
মানসপটে টেনে আনে দুঃখ দেওয়া স্মৃতি। 

দুঃখ নিয়ে চেয়ে আছি গোলাপ ফুলের পানে
গোলাপগুলো খুব ভালো নয় দুঃখ শুধুই আনে
একটি বছর আগে
গোলাপ ফুলের স্মৃতি গুলো মনের মাঝে জাগে। 

সেই স্মৃতি আজ বুকে নিয়ে উদাস হয়ে থাকি
ভাবনাতে হায় আবার তাকে মিষ্টি স্বরে ডাকি
কোথায় সে যে পাইনা তাকে কিছুইতো না বুঝি
তাই,গোলাপ ফুলেই খুঁজি।            
            
801 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 14 মে 2015 22:03
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য