এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 16 মে 2015 18:52

মাঠির সন্তান।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                মাঠি!স্ব-স্ব জাতির মা তুমি,
তোমায় সাড়ে লোকে কেন?
কেহ অাবার তোমার কোলে মাতা রাখে।
হৃদয় গবিরে দৃশ্য তুলে,
ছবি করে রাখে।

ভিন্ন মায়ের সন্তান যখন,
তোমার ধারে অাসে!
ক্ষণিকের করে যতন,
পরে ধিক্ষার দিয়ে তারা কেন হাসে?
অন্য মায়ের সন্তান তোমার বুকে,
থাকিতে পারেনা কেন সুখে?

সুবহান মোদের সৃষ্টি কর্তা,
কাউকে বসায় উন্নত অাসনে।
কেহ অাবার মাঠিতে মাতা,
দুঃখ তাদের সর্ব জীবনে।
নানান রকম পরীক্ষা করে পরীক্ষকে।

ছিলাম মোরা এক জাত,
একেই নিষ্পাপ প্রাণ।
ভিন্ন পথে,মতে দিয়েছি মোরা হাত,
খুঁজে পাই কেহ অাবার রবের সন্ধান।
অানন্দে কাটায় জীবন কেহ,
স্বপ্ন নিত্য বুকে।

মাগো তোমার বুকে বয়েছে মহা সমুদ্রও নদ-নদী,
এতে ভাসে তোমার সন্তান,নাই কেহ দরদী।            
            
1052 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 16 মে 2015 18:56
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

6 মন্তব্য