এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 28 মে 2015 12:12

মহান রক্ষক।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বল কেবা মহা জগৎ,
শূন্যে চালায় ধরণী।
ভিন্ন কে সে?
বিঘ্নিত কভু নাহি ঘটে।

চন্দ্র সূর্য নক্ষত্র,
আপন অক্ষরেখায় চলে।
নাহি হয় কভু তারা একত্রিত,
ঝিলমিল তারা খেলে
সূর্যের আলোকরশ্মি দিগন্তে পড়ে।

সে এক স্বাভাবিক চুম্বক,
উপণীত উদ্ভিদ সব সৃষ্টি ধরণীর বুকে।
জোয়ার ভাটা ঘটায় আকষ্মিক,
নিয়তির বিধান কভু নাহি রোখে
জল রাশি আাপন গতি লয়ে ছুটে।

শূন্য  মরুর বক্ষে,
বৃক্ষ যার ঈঙ্গিতে রয়।
অসম্ভব সবি সম্ভব তাঁহার শুধু পক্ষে,
নাহি হয় ক্ষতি  অনন্ত উত্তাপ্ত হাওয়া বয়।
উত্তপ্ত রৌদ্র কভু কেহ নাহি মাঠিতে লুটে।            
            
670 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 28 মে 2015 21:06
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য