এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 13 ফেব্রুয়ারী 2015 18:03

স্বাগতম বসন্ত

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                তোমাকে জানাই আমার প্রেমের নিমন্ত্রন
হে ঋতুরাজ ! বসন্ত রঙ্গিলা-
তুমি এসো; এসো মাঘ মাঠ পেরিয়ে
চুর্ণ করে শীতের অহংকার ।।

তুমি এসো; এসো ফাগুনে
আগুন দিতে কৃষ্ণ চূড়ার অঙ্গে
মুদির গন্ধে; আমের বনে
প্রাণে পুলক জাগাতে ।।

তুমি এসো; এসো এ বঙ্গে
সঙ্গে যৌবন লয়ে
ঢেলে দিতে বিলায়ে
প্রকৃতির প্রতি পরতে ।।

তুমি এসো; এসো কোকিলের তানে
গানে গানে সূরে
ফুলে ফুলে দোলে
কবির কাব্য লয়ে ।।

তুমি এসো; এসো বেগে, আবেগে
খাল বিল চুষে
ধাঁধা লাগাতে চোখে
ঋষির ধ্যানাসনে ।।

তুমি এসো; এসো ডালে ডালে
ঝির্‌ ঝির্‌ ঝংকার
ছন্দে চমৎকার
পরিন্ধার নৃত্যে ।।

তুমি এসো; এসো রূপে রূপে
জরির ওড়না পরে
বিছিয়ে দিতে নক্‌শী কাঁথা
বঠ তলে, প্রেমের জলসায় ।।
 
তুমি এসো; এসো নব সাঁজে
কাজে শক্তি যোগাতে
অন্তর প্রান্তর জোড়ে
বর্ষনিকাশে, হর্ষোৎসবে ।।

তুমি এসো; এসো প্রেরণায়
বাসনায়; এসো হে-
বিশ্বের বিস্ময়; সুসময়
শ্বাশত প্রেম প্রীতি লয়ে ।।

তুমি এসো; এসো হন্যে
ধন্যে হতে বসে আছি
বেলা, অবেলা ধরে
দখিণা দ্বার খুলে ।।
1319 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 01:51
শেয়ার করুন
আনামিয়া

সাহিত্যাকাশে নিভৃত স্বপ্নচারী মোঃ আনামিয়া সিলেট (সদর দক্ষিণ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ছায়া সুশীতল সুনামপুর গ্রামে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব সিফত আলী, মাতা আলহাজ্ব জয়তুন্নেছা। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক; মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখায় এইচ, এস, সি এবং সিলেট সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় হতে বি, এ, পাস করেন। তাঁর প্রকাশিত উপন্যাস "মানিকের ভালোবাসা", "অচেনা প্রেম", "বিদেশী বউ" ও "বাদশার বাসর রাত" পঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। ছড়া, কবিতা, গল্প, নাটকের অঙ্গনেও চষে বেড়ান। সামাজিক সংগঠনে সম্পৃক্ত থাকার কারণে "প্রতিভা সমাজ কল্যাণ সমিতি" "প্রতিভা সাহিত্য সংসদ" এর সক্রিয় কর্মী এবং "সুনাম পুর অগ্রপথিক সমাজ কল্যাণ সমিতি'র" প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি জীবিকার তাগিদে প্রবাসি।

আনামিয়া এর সর্বশেষ লেখা

6 মন্তব্য