এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 31 মে 2015 06:34

অভিমানী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ওগো অভিমানী কেন
নিজেকে আঁড়ালে রাখ,
কেন গোপনে গোপনে বাঁকা চোখে
লুকায়ে আমারে দেখ।
কেন বেদনার সুরে
দিবস ও রজনী গাও গান,
আমার বিহনে রোদনে রোদনে
ভাসাও মনো প্রাণ,
আমিতো বসে বসে প্রহর গুণি
অভিমানী তোমারি আশায়,
তবে তুমি কেন বৃথা বারে বারে
আমারে ভাসাও নিরাশায়।
ওগো অভিমানী এভাবে নিজেকে
রেখনা আর বলি লুকায়ে,
তুমি হীনা উদাস মন
যায় মোর শুকায়ে।
তুমি হীনা প্রেমরও তৃষ্ণায়
ফাটে মোর অন্তর,
তুমি এসো অভিমানী মোর বাহুডোরে
ভালবাসায় বাঁধি নিরন্তর।            
            
695 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

6 মন্তব্য