এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 02 জুন 2015 07:35

সবুজে অবুঝ দেখি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ওরা সবুজ তবে নয় অবুজ
অন্তরে আছে সমুদ্রের উত্তাল ঢেউ,
ওরা সম্মুখগামী মাড়ে অচল
রুধিবার নাই ওদের কেউ।
ওরা দুঃখের ঘোর বিরোধী সুখ পিয়াসি
ব্যাঘ্রের ন্যায় অন্যায়ে করে গর্জন,
সবলে অত্যাচারে দূর্বলে
শাসিয়ে দেয় উঁচিয়ে তর্জন।
তবে ওদের অন্তরে আজ নেই যেন সেই
বাঁধভাঙা উত্তাল সুমুদ্রের ঢেউ,
ভিরু, কাপুরুষ মনে করে আজ
সমাজে সবুজ বলে নাই বুঝি কেউ।
ওরা আজ অন্যায়ে হেরিলে
করে না গর্জন উঁচিয়ে তর্জন,
অন্যায় দেখলে পাশ কেটে যায়
মনে মনে করে দেয় মর্জন।
ওরা আজ ভিরু আঁড়ালে চলে
আঁড়ালে খোঁজে সুখ,
একটু আঁড়াল পেলেই ওরা
গাঁজায় গোঁজে মুখ।
ওদের জন্য জাতির কপালে আজ
ঘঠেছে সীমাহীন দুঃখ,
ঠেলা মারলে মক্কায় যায়
বৃথা কেঁদে ভাসায় বুক।
সবুজের মাঝে সবুজ দেখি না
দেখিরে অবুঝ,
নেশার প্রেমে মজে ওরা হয়েছে
বিভৎস বর্ণহীন এক সবুজ।            
            
870 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 02 জুন 2015 12:55
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য