এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 02 জুন 2015 12:19

শেষ খেলার বেলায়। নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কাননে বৃক্ষ ছিল,
যেথায় ছিল বসা।
উড়ে এসে জুড়ে পাখি,
বাঁধল বাসা।
সে কি উড়ে যাবে-রে!!!

অন্ধকারে জোনাকি,
যেথায় ঝিলিমিলি।
চমকি চমকি শিহরণ হৃদয়ে সখি,
সেথায় দেখি চোখ খুলি।
একা একা দাঁড়িয়ে বুঝি, হলো ভোরে।

শেষ খেলা হবে সেদিন,
নিঃশ্বাস যেদিন হবে বন্ধ।
সঙ্গী সাথী কাঁদবে মোর, বিদায় এই ভুবন।
চতুর্পাশ আর দেখব না, সবি হবে অন্ধ।
সেদিন আমি যাত্রি হব, কালো সেই ঘরের।

অবশেষ বসবাস মোর হবে যেথায়,
কপাল আমার পুড়বে কি!
দেহ হবে কি ছাঁই।
থাকব চেয়ে, সৃষ্টির মূলের সাহায্যের আশায়।
ভয় নাহি মোর তব,
নেইকো যদি মোরে আপন করে।            
            
892 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 02 জুন 2015 12:47
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য