এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 07 জুন 2015 13:23

উচ্চ বিলাশী।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                দস্তরখানায় খানা খায়,
শুয়ে তাতে চিল্লায়,
জোর গলায় কথা কই।
আসমান উপর তার, সে তা ছুঁবে।
নিত্য বলতে চায় কথা,
আসমানেরই তারার সনে।
কন্যারে গঙ্গার জলে ধৌত করিয়ে,
পাঠাবে ঊর্ধ গগনে।
ভুবনে বাসর করাতে রাজি নহে,
বলি সে, সদ্যকৃত নব জাতক নয়।

মোরই মন ফাটে,
ছুটে বয়ারের প্রথম।
অতিক্রম করতে সক্ষম,
ঊর্ধে গমণকারীর ধারে।
টানরে টান, মোরে নাহি নিতে ঠেলে পিছু।
কিছু বাণীতে হৃদয় দ্বিখন্ডিত হয়,
কাঁপতে কাঁপতে।

সে একি কথা কই?
ভুবন কাননের পুষ্পে লুকাতে নাহি চাই।

আাল্লাহ রাসূল (সঃ) কি তাঁহার নাই?!!            
            
1100 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 27 আগষ্ট 2020 17:30
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য