এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 08 জুন 2015 10:11

নিস্পন্দন নয়নে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                নিস্পন্দন নয়নে
মো:নাহিদুর রহমান (নাহিদ)
দক্ষিণা মলয় খেলিছে খেলা
শাখা পল্লবে নিশীথও কাননে,
মেয়েটি চেয়ে আছে নিস্পন্দন নয়নে
চন্দ্রিমা রাতে বসিয়া উঠানে।
একফালি মেঘ চাঁদকে
কোথায় যেন রাখিল লুকায়ে,
কে যেন অাঁধারে আসিল নিঃস্বরে
দুরু দুরু তাঁর কাঁপে বুক যায় মন শুকায়ে।
হঠাৎ উঠিল তাঁহার কাঁপিয়া অধর,
কে যেন তাঁরে নিঃস্বরে করিল আদর,
শরীরের কি তাঁর বিসাদও ঘ্রাণে,
নিদারুণ ভালো লাগা লাগিল প্রাণে।
কে যেন বাঁধিল বাসা যতনে
বুঝিয়া গিয়াছে মন গমিয়াছে পতনে।
আবার খেলিল বাতাস চাঁদ হাসিল গগণে।
দুরুদুরু বুকে মেয়েটি আবার
গুণিল তারা নির্বিঘ্ন মননে।            
            
719 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য