এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 09 জুন 2015 13:38

কঠিন আহার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                কঠিন আহার

অতি আনন্দে দিয়েছি ডুব,
উপভোগ করিতে মহা সমুদ্রের তল দেশ।
নিঃশ্বাস নাহি পাই,
তবুও মরণ নাহি মোর।
পরম সূখে শান্তি জলে বসবাস।
কে জানি কে বা কারা!?
বরশী ফেলিল উপর হতে,
লাগিয়েছে তাতে অসাধারণত্ব খাবার।
যেথায় ছিল আমার বিচরণ স্থান।
ক্ষুধার্ত ক্ষণে নিষ্পাপ মন মোর,
অনাহারে আহার করিল বরশীর খাবার।
শিকারি আহার করিতে মোরে,
ইচ্ছে মতে বরশীর রশি টানে।
টেনে হিছড়ে চেষ্টা তাঁর,
কুলে তুলিতে মোরে।
ফেটে যায় ঠোঁটদ্বয়,
রক্তক্ষয় অনবরত জলে ভাসে।
কে আছ আজ? উদ্ধার করিতে মোরে।
চাই না আমি,
শিকারির হাতে হয়িতে বন্ধী।
খন্ড খন্ড করিবে সে মোর দেহ,
কেহু এসো মোর সাহায্যে...
আপন স্থানে ফিরতে দাও মোরে।
ফিরতে দাও।            
            
1081 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 19 সেপ্টেম্বর 2020 22:08
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য