এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 10 জুন 2015 19:36

কাল দেখবে ঘুঘুর ফাঁদ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোর অঙ্গিকারের ভঙ্গি দেখে
সন্দেহ জাগে মনে,
তোর কথা-বার্তা মিলছে নারে
বাস্তবতার সনে।
চুক্তির নামেরে হলো যত
দেখালি কাচকলা,
একফোটা পানির অভাবে
ভাসে নারে ভেলা।ব
ঋণের দায়ে গর্ভের সন্তান কাঁদে
ভয়ে কাঁদে প্রাণ,
আর কত খেলবি খেলারে তুই
দিবি মিথ্যা সম্মান।
দু'শো কোটি ডলার দিবি
সামনে ঝুলাবি মুলো,
চোখ ঘুচলিয়ে দেখবে প্রজন্ম
দেশের সর্বত্রই ধুলো।
ধুলোয় লুটেপুটে অনেকেই দেখি
খাচ্ছে গড়াগড়ি,
গায়ে জড়িয়ে নামাবলি মুখে বলো
জয়রাধে জয়হরি।
তোর চালাকি বুঝবে যখন বাঙ্গালী
খাওয়াবে তোরে ভাত,
আজকে ঘুঘু দেখলি কাল আবার
দেখবি ঘুঘুর ফাঁদ।            
            
725 বার পড়া হয়েছে
শেয়ার করুন
স্বপন শর্মা

স্বপন কুমার শর্মা লেখালেখিতে এসে শুধু স্বপন শর্মা নামে পরিচিত। ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর (আশ্বিণ ২৭, ১৩৯০ বঙ্গাব্দ) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে জন্মগ্রহণ করেন স্বপন শর্মা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী (বি. এস. এস.) পাশ। পিতা ধনীরাম শর্মা ও মাতা নমিতা বালা শর্মা'র দ্বিতীয় সন্তান স্বপন শর্মা। ছোটবেলা থেকে লেখালেখি স্বভাবসুলভ শখ। তার লেখা প্রকাশ হয় বিভিন্ন লিটলম্যাগ সহ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা সাহিত্য পাতা সহ ভারতীয় কিছু বাংলা পত্রিকায়ও শিশুতোষ ছড়ার পাশাপাশি কিশোর কবিতা গল্প ও সমকালীন ছড়া এবং সম্পাদকীয় কলাম লিখেন। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সাহিত্য সম্মাননা স্বারক-২০১৯ অর্জন করেন তিনি। সাংগঠনিক কাজে আন্তরিক হলেও শারীরিক কারণে দ্বায়িত্ব পালনে নিতান্তই অপারগ। তবু বিভিন্ন সাহিত্য সংঠনের সঙ্গে সম্পৃক্ত। লেখকের প্রকাশিত গ্রন্থঃ "ছড়া চিত্তে গীতি নৃত্যে" ছড়া গ্রন্থ প্রকাশ পায় ২০২০ এ ২১ শে ফেব্রুয়ারী গ্রন্থ মেলায়।

স্বপন শর্মা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য