শুক্রবার, 08 এপ্রিল 2016 16:22

অন্তরে বুনি দুঃস্বপ্নের ছবি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                রাত গভীরে, উঠি চিৎকারে
    শিউরে ওঠে গা,
রক্তাক্ত দেহ! পরেছে কেহ
     এগিয়ে এক পা।

বিভৎস লীলা রক্তের ভেলা
     ভেসে যায় মাটি,
দেখায় বল, হায়েনার দল
     এখানে গড়ে ঘাঁটি।

বিচারের বাণী বধির জানি
      তবু করি আর্তি,
লবঙ্গ ঘাতে উল্লাসে মাতে
      ওরা করে ফুর্তি।

চিৎকার শুনি অন্তরে বুনি
     দুঃস্বপ্নের ছবি,
শপথ ধরি ফরিয়াদ করি
   তোরা নরকে যাবি।

নরকে যাবি ধ্বংস হবি
   এই অভিশাপ,
আমরা জানি, সম্ভ্রমহানি
   কোথাও নেই মাপ।
______________________
উলিপুর - কুড়িগ্রাম।
০৫/০৪/২০১৬            
            
1196 বার পড়া হয়েছে
শেয়ার করুন
স্বপন শর্মা

স্বপন কুমার শর্মা লেখালেখিতে এসে শুধু স্বপন শর্মা নামে পরিচিত। ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর (আশ্বিণ ২৭, ১৩৯০ বঙ্গাব্দ) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে জন্মগ্রহণ করেন স্বপন শর্মা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী (বি. এস. এস.) পাশ। পিতা ধনীরাম শর্মা ও মাতা নমিতা বালা শর্মা'র দ্বিতীয় সন্তান স্বপন শর্মা। ছোটবেলা থেকে লেখালেখি স্বভাবসুলভ শখ। তার লেখা প্রকাশ হয় বিভিন্ন লিটলম্যাগ সহ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা সাহিত্য পাতা সহ ভারতীয় কিছু বাংলা পত্রিকায়ও শিশুতোষ ছড়ার পাশাপাশি কিশোর কবিতা গল্প ও সমকালীন ছড়া এবং সম্পাদকীয় কলাম লিখেন। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সাহিত্য সম্মাননা স্বারক-২০১৯ অর্জন করেন তিনি। সাংগঠনিক কাজে আন্তরিক হলেও শারীরিক কারণে দ্বায়িত্ব পালনে নিতান্তই অপারগ। তবু বিভিন্ন সাহিত্য সংঠনের সঙ্গে সম্পৃক্ত। লেখকের প্রকাশিত গ্রন্থঃ "ছড়া চিত্তে গীতি নৃত্যে" ছড়া গ্রন্থ প্রকাশ পায় ২০২০ এ ২১ শে ফেব্রুয়ারী গ্রন্থ মেলায়।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.