এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 17 জুন 2015 00:31

আত্ম প্রত্যয় (সনেট) নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আত্ম প্রত্যয়

সিয়াম সাধনা-মাস এলো ঘরে ঘরে
শিশু-চাঁদ উঁকি দেয় ---মানুষের প্রাণ
আনন্দ-ছোঁয়ায় যেন অমৃত বাগান---
নতুন আশার চোখে সুখ ঝরে পড়ে।  

সেহরির প্রশান্ত সুর ইফতার অধরে
রোজাদার শোনে যবে সন্ধার আজান
পবিত্র পরশে জাগে  অসীমের গান---
জীবন আলয়ে যেন শান্তি সুধা ঝরে।

দীর্ঘ সময়ের সব মিথ্যা অনাচার
মানুষে মানুষে যত ভেদাভেদ খেলা
সিয়াম সাধনা শেষে, যত পাপাচার
একাকার হয়ে ধরা হবে স্বপ্ন-মেলা, 
ঈদের মাঠের হাসি স্বর্গীয় বাহার
মানুষের বুকে বুকে সভ্যতার ভেলা।            
            
2849 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 21 জানুয়ারী 2021 22:07
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

365 মন্তব্য