এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 22 জুন 2015 12:14

আমি যদি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                - স্বপন শর্মা
আমি যদি নদী হই
গতি যদি ফিরে পাই
ভিজিয়ে সবার হৃদয় জমিন,
শুষ্ককে শীতল করে
শুন্যতাকে দেব ভরে
সকল পাপিকে করব জামিন।

আমি যদি রবি হই
উত্তপ্ত আবার পাই
অশুভকে পুড়িয়ে করব অঙ্গার,
যাকিছু চির সত্য
যার প্রয়োজন নিত্য
বাঁচিয়ে রাখব তাকে বার বার।

আমি যদি চাঁদ হই
জোছনা ফিরে পাই
আলোয় ভরিয়ে দেব সবার হৃদয়,
অন্ধকার দুর করে
সকল হৃদয় ভরে
সবার প্রতি হব আমি সদয়।

আমি যদি ফুল হই
সুবাস আবার পাই
ভরিয়ে দেব সবার মনোপ্রাণ,
জগতকে সাজিয়ে রেখে
ফুলের সুবাসে ঢেকে
বিশ্বময় বানাব ফুলের বাগান।

আমি যদি পাখি হই
কন্ঠ যদি ফিরে পাই
সবার হৃদয় জুড়াব গান গেয়ে,
কাউকে একা রেখে নয়
সকলকে দিয়ে অভয়
আকাশে উড়িয়ে যাব নিয়ে।

আমি যদি মাঝি হই
নৌকায় খেয়া পাই
সকলকে করব পাড়া-পাড়,
নেবনা পাড়ের কড়ি
দুস্থকে নেব হাত ধরি
একমাত্র হব সবার পাড়ের আধার।

আমি যদি বৃক্ষ হই
পাতা যদি ফিরে পাই
ভরিয়ে দেব সবা প্রাণ,
সবুজ পাতায় ছেয়ে
শীতল বাতাসে নেয়ে
রাঙ্গিয়ে দেব সবার মন।

আমি যদি মেঘ হই
বৃষ্টি যদি ফিরে পাই
ভিজিয়ে দেব সবার হৃদয়,
বৃষ্টির ফোটায় ফোটায়
আর হেথায় সেথায়
ভরে দেব সব খাল ডোবায়।            
            
665 বার পড়া হয়েছে
শেয়ার করুন
স্বপন শর্মা

স্বপন কুমার শর্মা লেখালেখিতে এসে শুধু স্বপন শর্মা নামে পরিচিত। ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর (আশ্বিণ ২৭, ১৩৯০ বঙ্গাব্দ) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে জন্মগ্রহণ করেন স্বপন শর্মা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী (বি. এস. এস.) পাশ। পিতা ধনীরাম শর্মা ও মাতা নমিতা বালা শর্মা'র দ্বিতীয় সন্তান স্বপন শর্মা। ছোটবেলা থেকে লেখালেখি স্বভাবসুলভ শখ। তার লেখা প্রকাশ হয় বিভিন্ন লিটলম্যাগ সহ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা সাহিত্য পাতা সহ ভারতীয় কিছু বাংলা পত্রিকায়ও শিশুতোষ ছড়ার পাশাপাশি কিশোর কবিতা গল্প ও সমকালীন ছড়া এবং সম্পাদকীয় কলাম লিখেন। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সাহিত্য সম্মাননা স্বারক-২০১৯ অর্জন করেন তিনি। সাংগঠনিক কাজে আন্তরিক হলেও শারীরিক কারণে দ্বায়িত্ব পালনে নিতান্তই অপারগ। তবু বিভিন্ন সাহিত্য সংঠনের সঙ্গে সম্পৃক্ত। লেখকের প্রকাশিত গ্রন্থঃ "ছড়া চিত্তে গীতি নৃত্যে" ছড়া গ্রন্থ প্রকাশ পায় ২০২০ এ ২১ শে ফেব্রুয়ারী গ্রন্থ মেলায়।

স্বপন শর্মা এর সর্বশেষ লেখা

3 মন্তব্য