এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 27 জুন 2015 17:41

অভিমান

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অাকাশ অভিমান করলে 
মেঘ জমে
রংধনু অভিমান করলে 
বৃষ্টি নামে

রাত্রী অভিমান করলে 
একলা পড়ে থাকে
পূর্ণিমা অভিমান করলে 
অমাবস্যায় ঢাকে

শ্রাবণ অভিমান করলে
বৃষ্টি আসে
নদী অভিমান করলে 
জোয়ারে ভাসে

রৌদ্র অভিমান করলে 
ছায়া পড়ে
তুমি বন্ধু অভিমান করলে
অশ্রু ঝরে।

লেখাঃ ২৪/৬/১৫ইং            
            
830 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

7 মন্তব্য