এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 29 জুন 2015 21:07

অচেনা পথিক

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ওরে অচেনা পথিক!
কোথা থেকে এসে মোরে সাধিলি,
কি মধুর ছলনার জালে আমারে জড়ায়ে
আহা! কি'গো সুখের বাঁধনে অামায় বাঁধিলি।
ওগো পথিক!
কোথাথেকে তুই হেথায় এলি
অঙ্গে মেখে সঙ্গে রেখে ছল,
আমি যে তোর পথপানে চেয়ে
দিবা নিশী প্রহর গুণেছি
কি করে বুঝলি ওরে বল।
আজ থেকে তোকে চিনেছি
তোরি পথে আসন পেতেছি
আসুক না ঝড় সবি যাব আমি সয়ে,
তোর পরাণে পরাণ বেঁধে
দুঃখ রাখিব বায়ে।
ওরে পথিক করিস না আর দেরি
বেদনা শুখিয়ে আঁখি পাতে
জেগেছে সুখের জল,
মায়ার বাঁধনে আমায় বেঁধে
তোর ঠিকানার সেই সে ঘরে চল।            
            
1631 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য