এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 06 জুলাই 2015 22:00

দুটো, আষাঢ়ে ছন্দ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                (১)
এই বরষায়
কার ভরসায়
বৃষ্টিতে তুমি ভিজো,
কার আশাতে
মন ভাসাতে
বসে থাক আজো।
ঝরে যাবে
পড়ে যাবে
গাছের কদম ফুল,
বর্ষা শেষে
শরৎ আসে
ভাঙ্গেনা তার ভুল।

(২)

আষাঢ় মাসে
বাসায় বসে
বৃষ্টির ফোটা গুনি,
ঝড় ঝড়
ঝম ঝম
বৃষ্টির শব্দ শুনি।
আষাঢ় মাসে
কদম গাছে
ফুটে আছে ফুল,
মধুর লোভে
কাছে এসে
ভোমর করে ভুল।            
            
1435 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 24 আগষ্ট 2020 13:12
শেয়ার করুন
স্বপন শর্মা

স্বপন কুমার শর্মা লেখালেখিতে এসে শুধু স্বপন শর্মা নামে পরিচিত। ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর (আশ্বিণ ২৭, ১৩৯০ বঙ্গাব্দ) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে জন্মগ্রহণ করেন স্বপন শর্মা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী (বি. এস. এস.) পাশ। পিতা ধনীরাম শর্মা ও মাতা নমিতা বালা শর্মা'র দ্বিতীয় সন্তান স্বপন শর্মা। ছোটবেলা থেকে লেখালেখি স্বভাবসুলভ শখ। তার লেখা প্রকাশ হয় বিভিন্ন লিটলম্যাগ সহ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা সাহিত্য পাতা সহ ভারতীয় কিছু বাংলা পত্রিকায়ও শিশুতোষ ছড়ার পাশাপাশি কিশোর কবিতা গল্প ও সমকালীন ছড়া এবং সম্পাদকীয় কলাম লিখেন। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সাহিত্য সম্মাননা স্বারক-২০১৯ অর্জন করেন তিনি। সাংগঠনিক কাজে আন্তরিক হলেও শারীরিক কারণে দ্বায়িত্ব পালনে নিতান্তই অপারগ। তবু বিভিন্ন সাহিত্য সংঠনের সঙ্গে সম্পৃক্ত। লেখকের প্রকাশিত গ্রন্থঃ "ছড়া চিত্তে গীতি নৃত্যে" ছড়া গ্রন্থ প্রকাশ পায় ২০২০ এ ২১ শে ফেব্রুয়ারী গ্রন্থ মেলায়।

স্বপন শর্মা এর সর্বশেষ লেখা

11 মন্তব্য