এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 07 জুলাই 2015 22:07

সাওম'কে ধরো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                পুড়ে পুড়ে
রোদ দুপুরে
মনটা হোক খাঁটি।

চোখের ভেতর
ঢুকছে গতর
শরীর পরিপাটি।

উপোস থাকি
আর কি বাঁকি
মূল্য চাই ন্যায্য।

দিন কাটলো
ক্ষূধা আঁটলো
সবই পরিত্যাজ্য।

রোজার ফর্জ
নয়তো কর্জ
নর নারী সকলের।

পুরুস্কার নিশ্চিত
বাঁকি নয় কিঞ্চিত
কষ্ট ও ধকলের।

ইফতারে হাসপাস
পাপ গোলে ছাইপাস
শরীরটা কাতর ।

হাত পা ঝাড়ো 
সাওম'কে ধরো
সাওমই কষ্টিপাথর।

চোখ কান খুলে
রিপু কাম ভুলে
সেপথেই হাঁটি।

ঈমানের শক্তিতে
আল্লার ভক্তিতে
নিজেকেই বাঁটি।

লেখাঃ০৪/০৭/১৫ইং
........... ......  বগুড়া            
            
693 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 08 জুলাই 2015 11:38
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

4 মন্তব্য